বিমানে বীভৎস কাণ্ড ঘটিয়েছেন ভারতীয় এক মাতাল যাত্রী। যাত্রাকালে তিনি জাপানিজ এক ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গায়ে মূত্রত্যাগ করেছেন।
বুধবার (০৯ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি থেকে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি এক মদ্যপ ভারতীয় যাত্রী সহযাত্রীর ওপর প্রস্রাব করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যাত্রীর নাম তুষার মাসান্দ (২৪)। তিনি ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি আসনে বসা ছিলেন।
সূত্র জানায়, তুষার হুইস্কি পান করার পর এক জাপানি ব্যবসায়ীর (একজন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক) উপর প্রস্রাব করেন। পাশের সিটে থাকা আরেক যাত্রীও এই ঘটনার জন্য অভিযোগ করেছেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এ ঘটনাটিকে অশালীন যাত্রীর আচরণ বলে স্বীকার করলেও, সরাসরি প্রস্রাবের ঘটনার উল্লেখ করেনি। তবে তারা জানিয়েছে, অভিযুক্ত যাত্রীকে সাময়িকভাবে ৩০ দিনের জন্য ফ্লাইটে উঠতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার ভিত্তিতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এয়ার ইন্ডিয়ার বিবৃতিতে বলা হয়, আমাদের ক্রু সকল নিয়ম মেনে চলেছে। অভিযুক্ত যাত্রীকে সতর্ক করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যাত্রীকে ব্যাংককে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে সাহায্য করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।
ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু কিন্জারাপু এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন। তিনি বার্তাসংস্থা এএনআইকে জানান, এধরনের ঘটনার ক্ষেত্রে মন্ত্রণালয় তৎপর থাকে। আমরা এয়ার ইন্ডিয়ার সঙ্গে কথা বলব এবং যদি কোনো অনিয়ম হয়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত দুই বছরে বিমানে যাত্রীদের দ্বারা সহযাত্রীদের ওপর প্রস্রাব করার একাধিক ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালের মার্চে একই রকম আচরণের কারণে যুক্তরাষ্ট্রে পড়া ভারতীয় এক শিক্ষার্থীকে আমেরিকান এয়ারলাইন্স আজীবনের জন্য নিষিদ্ধ করে। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে আরেক মদ্যপ ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে এক প্রবীণ মহিলার ওপর মূত্রত্যাগ করেন বলে অভিযোগ ওঠে।
Discussion about this post