সংযুক্ত আরব আমিরাতের চারটি বাস স্টেশনে আজ রোববার থেকে ফ্রি ওয়াই-ফাই সেবা পাবেন যাত্রীরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় প্রশাসন জানায়, আরব আমিরাতের ৫৩তম জাতীয় দিবস উপলক্ষে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটির (আরটিএ) পক্ষ থেকে স্থানীয়দের জন্য একটি উপহার এ প্রকল্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরটিএ জানায়, প্রাথমিকভাবে আল সাতওয়া, ইউনিয়ন, আল ঘুবাইবা এবং গোল্ড সৌক বাস স্টেশনে ফ্রিতে ওয়াই-ফাই সেবা পাবেন যাত্রীরা। শিগগিরই অন্যান্য স্টেশনগুলোতেও ফ্রি ওয়াই-ফাই সেবা দেওয়া হবে।
আগামীকাল সোমবার স্বাধীনতার ৫৩তম বার্ষিকী পালন করবে সংযুক্ত আরব আমিরাত। এ বছর তারা দিনটি ‘ঈদ-আল-ইত্তেহাদ’ হিসেবে উদযাপন করছে।
দিবসটি উপলক্ষে আরব উপদ্বীপের দেশটিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ৷ সরকার ইতোমধ্যে চার দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে এবং শহরগুলোকে অপরূপ সাজে সাজানো হয়েছে।
Discussion about this post