আজ ১৭নভেম্বর, এই দিনটি বাংলা সংগীত প্রেমীদের জন্য অসাধারণ একটি দিন। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জীবনের ৭১ টি বসন্ত পেরিয়ে ৭২ বছরে পা দিয়েছেন রুনা লায়লা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন আজ একটি বিশেষ চমক নিয়ে আসবে প্রিয় রুনা লায়লা। আর সত্যিই নিয়ে আসলেন বিশেষ এক চমক। এক ভিডিও বার্তায় রুনা লায়লা সেই চমকের কথাই প্রকাশ করেছেন।
ভিডিও বার্তাটিতে রুনা লায়লা বলেন, “আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক শুভেচ্ছা বার্তা পাঠান, ভালোবাসা দেন, অনেক অনেক উপহারও দেন। সেই সঙ্গে আপনাদের দোয়া-আশীর্বাদ—এসব তো থাকেই। কিন্তু আজ আমি ভেবেছি, এবারের জন্মদিনে আপনাদের একটা উপহার দেব।”
জানা যায়, কণ্ঠশিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে থাকবে তার ৬০ বছরের সংগীত জীবনের বিচিত্র সব অভিজ্ঞতা। থাকবে গান, গল্প ও সাক্ষাৎকার।
সুদীর্ঘ সংগীত জীবনে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় অনেক শিল্পী ও কলাকুশলীর সঙ্গে কাজ করেছেন কিংবদন্তি এই শিল্পী। এমনকি গান নিয়ে ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ। সেইসব পুরনো স্মৃতি এবং অভিজ্ঞতাও তিনি তার এই ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন সময় তুলে ধরবেন বলেও জানান।
(https://www.youtube.com/@TheRunaLaila) এমনকি ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক,কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ জানিয়েছেন গুণী এই সংগীতশিল্পী।
রুনা লায়লা বলেন, “গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং আগামীতে কী করতে চাই, সবই আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। এই যাত্রায় আপনাদের সবাইকে পাশে চাই। আপনাদের ভালোবাসা যেন থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজেদের যত্ন নেবেন।”
Discussion about this post