ফ্যাসিবাদ আওয়ামী লীগ ও ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দোসর আখ্যা দিয়ে প্রতিষ্ঠানটির দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারীরা। ওই দুই ডিএমডি হলেন- এ কে এম শহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
এর আগে অর্ধশতাধিক কর্মচারী দুই ডিএমডি কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে আসেন। এ সময় কয়েকজন কর্মচারী তাদের শারীরিকভাবেও লাঞ্ছিত করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে বিএনপিপন্থি সিবিএর সভাপতি আজিজুল আলম খান ও সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী বক্তব্য দেন। তাদের ইন্ধনেই এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
Discussion about this post