রবিবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।
তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বড় বিপদ ও সাংঘাতিক দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন। স্কুল বন্ধের দিন থাকায় তিন মেয়ে এবং তাদের মা মোমেনশাহী অঞ্চলের দুদিনের এ দ্বীনি সফরে সাথে ছিলো। দুর্ঘটনার মুহুর্তেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। যে ধরনের এক্সিডেন্ট ছিলো তাতে জীবন নিয়ে ফেরাটা নিরেট আল্লাহর অনুগ্রহ।
তিনি আরো বলেন, সুবহানাল্লাহ। পরবর্তীতে শরীরের বিভিন্ন অংশে ব্যাথা পাই। ডান চোখে কাঁচ ঢুকে গিয়ে আই লিড কেটে যায়। সকালেই ইমার্জেন্সি ভিত্তিতে চোখে একটি সফল অপারেশন হয়েছে।
ইসলামী এই বক্তা আরো বলেন, দেশ বিদেশ থেকে আপনাদের সবার দোয়ার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই। সর্বস্তরের ভাই-বোনদের গভীর ভালোবাসা, মমতা আর আমাদের প্রতি অকৃত্রিম দুয়া ও পরিবারের খোঁজ খবর নেয়ার কথা আমৃত্যু আমরা ভুলবো না। শত-শত কল এসেছে আমরা ধরার মত অবস্থায় ছিলাম না। ক্ষমা চাইছি অপারগতার জন্য। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। আমাদের সবার পরিবারকে নিরাপদে রাখুন। আপনাদের নেক দুয়ায় সদাই স্মরণে রাখবেন- বিনীত আরজ। আল্লাহ তায়ালা যেনো দ্রুত শিফা দান করেন এবং দ্বীনের পথে অটল অবিচল রাখেন।
শনিবার রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সপরিবারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
Discussion about this post