বন্ধুর কাছ থেকে টাকা ধার নেন না এমন মানুষ কমই আছেন। তবে এই ধারের টাকা শোধ করতে গিয়ে অনেকের মাঝে বন্ধুত্বের সম্পর্কও নষ্ট হয়। আবার দেখা যায় ছোটবেলায় বা বড় হওয়ার পর বন্ধুর কাছ থেকে হয়তো কিছু টাকা ধার নিয়েছিলেন কিন্তু তা শোধ দেওয়ার আগেই বন্ধুত্ব ভেঙে গেছে। সেই টাকা আর শোধ করা হয়নি। আজ কিন্তু শোধ করে দিতে পারেন। কারণ, আজ বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন। তাই সময় নষ্ট না করে শোধ করতে পারেন বন্ধুর টাকা।
ব্যাংক অব আমেরিকা ১৭ অক্টোবরকে বন্ধুর ধারের টাকা ফেরত দেওয়ার দিন হিসেবে উদযাপন করার উদ্যোগ নেয়।
টাকা বা অর্থ বন্ধুত্বে ফাটল ধরায় কি না তা নিয়ে এক জরিপ চালায় যুক্তরাষ্ট্র। ‘ফ্রেন্ডস এগেইন রিপোর্ট’ নামে ওই জরিপে দেখা যায়, ৫৩ শতাংশ অংশগ্রহণকারীরই বন্ধুত্ব নষ্ট হয়েছে, টাকা ধার নেওয়ার কারণে কিংবা ধারের টাকা কখনও ফেরত না পাওয়ার কারণে!
তাই প্রিয় বন্ধুকে নিয়ে তিক্ত অনুভূতিকে দূর করতে এখনই যোগাযোগ করুন আপনার বন্ধুর সঙ্গে।
Discussion about this post