নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এখন ২০৯- এ পৌঁছেছে। এ ছাড়া আহত হয়েছেন ১৪২ জন এবং নিখোঁজ অনেকে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বিপর্যয় রবিবার পর্যন্ত একাধিক প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মন্ত্রণালয়ের মতে, অন্তত ২৯ জন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দলগুলো দুর্যোগ কবলিত এলাকা থেকে ৪ হাজার ২২২ জনকে সরিয়ে নিতে পেরেছে।
উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
Discussion about this post