রাজধানীর গুলশানে দুই ব্যক্তিকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পারেনি পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৮নং রোড থেকে দুজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, রফিক (৮০) ও সাব্বির (১৬)। রফিকের গ্রামের বাড়ি বরিশাল সদরে এবং সাব্বিরের ময়মনসিংহের গরীপুর এলাকায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Discussion about this post