দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতির পরিচয়। এরপর জানা গেছে শাখা সেক্রেটারির পরিচয়ও। ঢাবিতে ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যেই এবার জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির নাম।
জানা গেছে, ছাত্রশিবিরের রাবি সভাপতির নাম আব্দুল মোহাইমিন। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে ও বেশ কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে তার পরিচয় জানা গেছে।
সূত্র জানিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি হিসেবে ২০২৩ সালের জুন মাসে দায়িত্ব নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, মোহাইমিন রাবির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। ২০১৬-১৭ সেশনে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে এমফিলের শিক্ষার্থী ছাত্রশিবিরের এ নেতা। মাস্টার্সে তিনি ৩.৬৮ সিজিপিএ অর্জন করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
Discussion about this post