রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোরআন পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. হারুনর রশিদ বাদী হয়ে এ মামলা করেন।
সোমবার নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি জানান, বিভিন্ন হলে কোরআন পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের সনাক্তকরণে অনুসন্ধান চলছে।
এরআগে, গত ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর হল, শহিদ জিয়াউর রহমান হল, শাহ মখদুম হল, শেরে বাংলা হল, শহিদ শামসুজ্জোহা হল ও শহিদ সোহরাওয়ার্দী হলে অর্ধ্বপোড়া কোরআন পাওয়া যায়। তবে ঘটনার সঙ্গে জড়িত কেউ এখন পর্যন্ত সনাক্ত হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্র সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানায়।
Discussion about this post