কুমিল্লার হোমনায় নৌকা ডুবিতে দুই কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রামকৃষ্ণ পুর কানাই শাহ্ ঘাটে এই ঘটনা ঘটে।
নিহত দুইজনের নাম সামিয়া আক্তার (১২)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার চরলহনিয়া এলাকার আবু মুছা ও গোলাম মোস্তফার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
প্রত্যক্ষ দর্শীরা জানান, বিকালে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃৃষপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয় ছুটি হলে নৌকা যোগে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজকান্দির ছাত্র ছাত্রীরা কানাই লাল সাহার বাড়ি সংলগ্ন খেয়া ঘাট দিয়ে ৩০ থেকে ৩২ জন ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রী নিয়ে নৌকা ছেড়ে যায়। কিন্ত, চরলহনীয়া গ্রামের কাছাকাছি গেলে বালুবাহী নৌকার ঢেউ লেগে নৌকাটি ডুবে যায়। অনেকে সাতার কেটে কিনারে পৌঁছে এবং দুইজন কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে পর পর দুইজনকে মৃত ঘোষণা করা হয়।
আমিরাত সংবাদ/জেআই
Discussion about this post