সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকে কেন্দ্র করে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মধ্যে দেশে ফিরেছে আরও ১০ জন। রবিবার ও সোমবার পৃথকভাবে তারা দেশে ফিরেন।
এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) দুটি ফ্লাইটে ফিরেছিলেন ১২ জন। এ নিয়ে আরব আমিরাত থেকে চট্টগ্রাম পৌঁছেছেন মোট ২২ জন।
জানা যায়, ৮ সেপ্টেম্বর সকালে ইউএস বাংলার ফ্লাইটে একজন, ৯ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে শারজাহ থেকে দুজন এবং একই দিন সন্ধ্যায় এয়ার এরাবিয়ার ফ্লাইটে আবুধাবি থেকে আরও সাতজন চট্টগ্রাম পৌঁছেছেন।
আরও পড়ুন: আরব আমিরাতে ভবনের ছাদ ধ্বসে বাংলাদেশিসহ নিহত ৩
আরও পড়ুন: আমিরাতে ক্ষমা পাওয়া ১৪জন দেশে ফিরছেন আজ
বিষয়টি নিশ্চিত করেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
উল্লেখ্য, ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
আমিরাত সংবাদ/জেআই
Discussion about this post