সমস্ত প্রশংসা আল্লাহর জন্য । যিনি তাঁর সকল সৃষ্টির মধ্যে আমাদেরকে তাঁর নেয়ামত সমূহ দ্বারা সুশোভিত করেছেন । এটা তাঁর সীমাহীন দয়া ও অনুগ্রহের বহিঃপ্রকাশ ।
*** সালাম ও শান্তি বর্ষিত হোক বিশ্বনবী সাঃ, তাঁর পরিবার রাঃ, তাঁর সাহাবীবৃন্দ রাঃ, তাবেঈনগণ সাঃ সহ গোটা মুসলিম জাতির উপর ।
*** তোমরা আল্লাহকে ভয় করো । এটাই কৃতজ্ঞ বান্দার পরিচয় ।”
সূরা আল ইমরান ১২৩
*** প্রিয় মুসল্লী ভায়েরা ! আমাদের চোখ কান নাক হৃৎপিণ্ড হাত পা সবকিছু আল্লাহর অফুরন্ত নেয়ামত সমূহের অন্তর্গত ।
আল্লাহ বলেন “ হে বান্দারা ! নিজেদের দিকে তাকাওনা কেন ? “
সূরা আয যারিয়াত ২১
অর্থাৎ আল্লাহর অস্তিত্ব ও নিদর্শন বুঝার জন্য বান্দার নিজের দেহের দিকে অবলোকন করাটাই যথেষ্ট ।
*** তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করতে চাও মোটেই নির্ধারণ করতে সক্ষম হবেনা ।”
সূরা ইব্রাহিম ৩৪
*** আল্লাহ রব্বুল আলামীন তাঁর ও আমাদের মা বাবাদের প্রতি শুকরিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়ে বলেন “ আমার ও তোমার পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো ।”
সূরা লোকমান ১৪
*** মহানবী সাঃ ফরজ নামাজ শেষে দোয়া করতেন “ ইয়া আল্লাহ ! আপনার শুকরিয়া আদায় করা ও আপনাকে স্মরণ করার উপর আমাকে শক্তি দান করুন এবং সাহায্য করুন ।”
আল আদাবুল মুফরাদ ৬৯০
*** প্রিয় নবীজিকে সাঃ প্রশ্ন করা হলো “ আমরা কোন্ সম্পদটি গ্রহণ করবো ? জবাবে তিনি বললেন “ অন্তরকে কৃতজ্ঞ বানাও ।” অর্থাৎ যা পাও তার উপর সন্তুষ্ট থাকো ।
মুসনাদে আহমাদ ২২৪৩৭
*** প্রিয় নামাজী ভায়েরা ! তিনটি পদ্ধতিতে শুকরিয়া আদায় করতে হয় ।
১. আল্লাহর নেয়ামতের কথা স্বীকার করা ।
২. তাঁর নেয়ামত সমূহ বারবার স্মরণ করা ।
৩. সেই নেয়ামত সমূহ আল্লাহর সন্তুষ্টির জন্যে ব্যবহার করা ।
*** তোমাদের কাছে যা কিছু নেয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকেই ।”
সূরা আন নাহাল ৫৩
*** হে ঈমানদারগণ ! তোমরা তোমাদের উপর আল্লাহর নেয়ামত সমূহের কথা স্মরণ করো ।”
সূরা আল মায়েদাহ ১১
*** আল্লাহর নেয়ামত সমূহের অপচয় করবেনা ।
সূরা আল আ’রাফ ১৪১
*** তোমরা যদি নেয়ামত সমূহের শুকরিয়া আদায় করো, আমি আরো বৃদ্ধি করে দেবো ।”
সূরা ইব্রাহিম ৭
*** হে দাউদ আঃ পরিবার ! তোমরা আল্লাহর শুকরিয়া আদায়ে আমল করতে থাকো ।”
সূরা সাবা ১৩
*** দান করার কারণে বান্দার সম্পদ কমেনা ।”
বলেছেন বিশ্বনবী সাঃ ।
সুনানে তিরমিজি ২৩২৫
*** আল্লাহ তাঁর বান্দাকে ততোক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকেন যতোক্ষণ পর্যন্ত বান্দা তার মুসলিম ভাইকে সাহায্য অব্যাহত রাখে ।”
বলেছেন বিশ্বনবী সাঃ ।
ছহীহ মুসলিম ২৬৯৯
সুতরাং সাদাকা করলে তা’ কখনোই অপচয় নয় । বরং তা’ পরকালে মুক্তি দান করবে ।
*** ইয়া আল্লাহ ! আপনার সকল নেয়ামতের শুকরিয়া আদায় করছি শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় । আমাদের উপর আপনার নেয়ামত ও রিজিক বৃদ্ধি করুন । আমিন ।
আমাদের মা বাবাদেরকে মাফ করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন ।
সংযুক্ত আরব আমিরাতকে নিরাপদ রাখুন । আমিন ।
Discussion about this post