টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবার শারজাহ স্টেডিয়ামে জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ১৯২ রানে লক্ষ্য দিয়ে সফরকারীরা তাদের ১৬৪ রানেই আটকে দিয়েছে। ২৭ রানের এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিড নিলো লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। যদিও শেষদিকে রান কম হওয়ায় আক্ষেপ ঝরেছে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠেম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য বেশ ভালোই মনে হয়েছে। তবে আমাদের ভালোভাবে শেষ করতে হতো। শেষ তিন উইকেটে আমরা তেমন রান তুলতে পারিনি।’
জয়ের আগে অবশ্য আমিরাত তাদের ঠিক কক্ষপথেই ছিল। সেই সময় কিছুটা হলেও উদ্বেগে পড়তে হয়েছে লিটনকে। যার জন্য আমিরাতের ব্যাটারদের কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘বোলারদের আমি চিনি। তারা যেকোনো সময় ম্যাচে ফিরতে পারে। তবে একইসঙ্গে স্বীকার করতেই হবে যে আমিরাতের ব্যাটাররা সত্যিই ভালো খেলেছে।বিশেষ করে মাঝের ওভারগুলোতে যেভাবে ব্যাট করেছে, তার জন্য কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’
Discussion about this post