ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া গ্রামে বিদেশফেরত স্বামীর টাকা-পয়সার সঠিক হিসাব-নিকাশ দিতে ব্যর্থ হওয়ায় আতঙ্কে ফাঁস দিয়ে বেবি বেগম নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে ওই গৃহবধূর গলায় রশির দাগ থাকলেও এ আত্মহত্যার ঘটনাকে স্ট্রোকে মৃত বলে প্রচারণা চালান সৌদি প্রবাসী স্বামী মোহাম্মদ আলতাব হোসেন ও তার পরিবারের লোকজন।
সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামে স্বামীর বাড়িতে ওই গৃহবধূ ফাঁস দেন। দ্রুত উপজেলার কালামপুর বাজারের জনতা ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া গ্রামের আকালী মাতাব্বরের ছেলে মো. আলতাব হেসেন। কয়েক দিন হলো তিনি দেশে এসেছেন। তার পাঠানো টাকার সঠিক হিসাব দিতে ব্যর্থ হওয়ায় গৃহবধূকে নানাভাবে নির্যাতন চালান ওই প্রবাসী স্বামী। এতে অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ ফাঁস দিয়ে জীবন প্রদীপ নিভিয়ে ফেলেন।
প্রবাসী আলতাফ হোসেন বলেন, স্ত্রী ও সন্তানদের সুখ শান্তির কথা ভেবে দীর্ঘ ৩০ বছর যাবত বিদেশে রয়েছি। দেশে ফিরে টাকাপয়সার কোনো হিসাব-নিকাশ পাইনি। এ আতঙ্কে আমার স্ত্রী স্ট্রোক করে মারা গেছেন। সে ফাঁস দেয়নি। তবে গলায় ফাঁস দেওয়ার চিহ্ন থাকার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ওই প্রবাসী।
Discussion about this post