পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৫ হাজার ৮৯৩ হাজি দেশে ফিরেছেন। মারা গেছেন ৬৪ জন। শুক্রবার (১২ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এরআগে, হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়।
এতে বলা হয়, সৌদি থেকে ১৭৭টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৪টি ফ্লাইটে ২৯ হাজার ৩১৩ জন, সৌদি এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে ২৩ হাজার ৩৩১ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৪৭ হাজি দেশে ফিরেছেন।
চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫১ এবং মহিলা ১৩ জন।
Discussion about this post