চট্টগ্রামের মিরসরাইয়ে দারুল কোরআন মাদরাসার চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াল তুলে দিয়েছে প্রভাবশালী একটি চক্র। বৃহস্পতিবার (১১ জুলাই) মিরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব গোভনিয়া এলাকায় হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের একটি গ্রুপ চলাচলের জায়গায় দেওয়াল নির্মাণ করছে মাদরাসা কর্তৃপক্ষে এমন অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে যান দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া (৪২)।
পরবর্তীতে সংবাদ সংগ্রহ করতে গেলে আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলা চালান হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের ওই গ্রুপটি।
আবু সাঈদ ভূঁইয়া ওই এলাকার মৃত আবুল বশরের পুত্র। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার হামলার ঘটনায় জড়িত ৮ জনের নাম উল্লেখ করে তিনি মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দারুল কোরআন মাদরাসার পরিচালক ইলিয়াছ নাঈম জানান, দীর্ঘদিন ধরে মাদরাসার চলাচলের রাস্তা নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁরা জোরপূর্বক চলাচলের পথে দেওয়াল তুলে দেওয়া হয়। খবর পেয়ে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে ৭-৮ জনের ওই গ্রুপ উনার উপর অতর্কিত হামলা করে। এসময় মনছুরের বাসার গেইটে তালা লাগিয়ে ভেতরে উনাকে আটকে রাখে। আমরা এ ঘটনায় দোষীদের শাস্তি দাবী করছি।
সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়া বলেন, মাদরাসার চলাচলের জায়গায় দেওয়াল নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে আমি সংবাদ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে যায়। পরবর্তী কিছু বুঝে উঠার আগে হারুন, মিরাজ, মনছুরের নেতৃত্বে একটি গ্রুপ মোটা কাঠ, রড, বাঁশ নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় মাথায় আঘাত লাগে এবং ডানহাতে মারাত্মক জখম হয়।
এসময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। হামলায় জড়িতদের বিরুদ্ধে আমি মিরসরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, মিরসরাই পৌরসভার পূর্ব গোভনিয়া এলাকায় সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে সাংবাদিক আবু সাঈদ ভূঁইয়ার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন সহ স্থানীয় সংবাদকর্মীরা।
Discussion about this post