নারায়ণগঞ্জের ফতুল্লায় উঠান ঝাড়ু দেয়ার সময় বিদ্যুৎপৃষ্টে মা নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকস বেগম (৪০) নামের দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মামুদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রবাসীর মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
নিহতদের গ্রামের বাড়ি লক্ষীপুরের রায়পুর থানার চরআবাবিল গ্রামে। তারা মামুদপুর এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো এবং বাড়িওয়ালার অনুপস্থিতিতে বাড়িটি দেখে রাখতো।
স্থানীয়রা জানান, মা-মেয়ে দুজনেই বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। বাড়িওয়ালা কুমিল্লায় বসবাস করাতে বাড়িটি দেখে রাখতেন তারা। সকালে বৃদ্ধ মা বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় বিদ্যুতের তারের লিকেজে লোহার খুঁটিতে বিদ্যুৎ চলে আসে। এ সময় সে চিৎকার দিলে মেয়ে বিলকিস মাকে বাচাতে জড়িয়ে ধরলে সে-ও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল জানান, মরদেহ দুটি উদ্ধারের পর পরিবার ও স্বজনরা বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে তাদের কাছে হস্তান্তর করা হয়।
Discussion about this post