আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জুন-জুলাই এ সময়ে অসহনীয় তাপমাত্রা থাকে। দিনের বেলায় বাইরের হাওয়াকে মনে হয় যেন আগুনের গোলা। ফলে এসব তাপমাত্রায় কাজ করতে বেগ পেতে হয় প্রবাসী শ্রমিকদের। তাই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ সময়ে দিনের বেলার মধ্যাহ্ন বিরতির ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আগামী ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর মোট তিন মাস মধ্যাহ্ন বিরতি থাকবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।
মানবসম্পদ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে- দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বাইরে কোন ধরণের কাজ করা যাবে না।
এদিকে জারিকৃত নির্দেশনা অমান্য করলে শ্রমিকদের বা কোম্পানিকে ৫ হাজার থেকে ৫০ হাজার দিরহাম জরিমানা গুণতে হবে। এমনকি প্রয়োজনে লাইসেন্স বাতিলও হতে পারে।
Discussion about this post