আরব আমিরাতের সম্প্রতি সময়ে ডেঙ্গুর প্রকোপ ভেড়ে যাওয়ায় প্রবাসীদের সতর্ক করতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
সোমবার (৩ জুন) কাউন্সেলর ও দূতালয় প্ৰধান আশফাক হোসেইন সাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয, দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতে ডেঙ্গু জ্বরের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের তাদের নিজ নিজ বসবাসের স্থান সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এছাড়াও উক্ত বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক জারিকৃত সকল নির্দেশনা সঠিকভাবে মেনে চলার জন্যও অনুরোধ করা যাচ্ছে।
Discussion about this post