বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। তুরস্কের কোনিয়া প্রভিন্সের বেশেহির মিউনিসিপালিটি ও বাংলাদেশ অনারারি কনসাল, কোনিয়ার উদ্যোগে ‘বাংলাদেশ শাপলা দিবস’ উদযাপন করা হয়।
রোববার (২ জুন) বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বেশেহিরের মেয়র দৃষ্টিনন্দন শাপলা লেক এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক, বেশেহিরের মেয়র আদিল বায়িনদির, বাংলাদেশের অনারারি কনসাল মিজ ডেনিজ বুলকুর এবং দূতাবাস ও মিউনিসিপালিটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিউনিসিপালিটি কার্যালয়ে আলোচনা সভায় বেশেহিরের মেয়র বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যে সম্পর্কটি রয়েছে তা ভ্রাতৃত্বের ও হৃদয়ের। যখন দুটি দেশ হৃদয় দিয়ে সংযুক্ত হয় তখন সে সম্পর্ক প্রচণ্ড শক্তিশালী হয়ে থাকে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার এ সম্পর্ক তেমনি শক্তিশালী এবং ভবিষ্যতে এ সম্পর্ক ও সংযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
বাংলাদেশের জাতীয় ফুল ও প্রতীক শাপলার প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটিকে এ নামকরণ করা হয়।
Discussion about this post