সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ কবির হোসেন নামের এক প্রবাসী মৃত্যু বরণ করেছেন।
সোমবার (৩ জুন) সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে ভ্রমণকালে তিনি মারা যান। নিহতের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছিলেন।
জানা যায়, বিমানবন্দরে তাকে রিসিভ করতে আসা ছোট ছেলে মরদেহ বুঝে নেন। এ সময় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে ৩৫ হাজার টাকার চেক বুঝিয়ে দেয়। এ ছাড়া একটি ফ্রি অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে।
Discussion about this post