প্রতারিত কর্মীদের প্রতিকার দেয়া এবং প্রত্যাগত কর্মীদের পুনঃ একত্রীকরণ সহায়তা করাসহ নানান কল্যাণে প্রবাসী কর্মীদের জন্য উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি গঠিত হচ্ছে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে রিক্রুটিং এজেন্সির মেলবন্ধন হিসেবে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমন্বয়ে কাজ করবে এই কমিটি।
মঙ্গলবার (১৪ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দক্ষ জনশক্তি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি বিষয়ক পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সভায় জানানো হয়, উপজেলা মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি অভিবাসন বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের পদক্ষেপ গ্রহণ। প্রতারিত কর্মীদের প্রতিকার দেয়া এবং প্রত্যাগত কর্মীদের পুনঃ একত্রীকরণ সহায়তা করা।
অভিবাসন সংক্রান্ত সেবা নেয়া এবং সেবা প্রদানকারী মধ্যে বিদ্যমান গ্যাপ চিহ্নিত করে তা উত্তরণে পরামর্শ দেয়া। এছাড়া স্থানীয় প্রতিষ্ঠান, সেবা দেওয়া সংস্থা, উপকারভোগীদের তথ্য প্রাপ্তিতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই কমিটি।
Discussion about this post