বাংলাদেশ-কুয়েত এর কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদযাপনের অংশ হিসেবে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) কুয়েতের ফাহাহিল স্টেডিয়ামে বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন, কুয়েত এর উদ্যোগে এই কাপ ফুটবল টুর্নামেন্টের’ আয়োজন করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান কুয়েতের ফাহাহিল স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।
সময় দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনর অধীনে ২১টি ফুটবল দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। নকআউট ভিত্তিক এ টুর্নামেন্টে মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
জেআই/
Discussion about this post