বাংলাদেশ দূতাবাস, আবুধাবির উদ্যোগে বাঙালির সংস্কৃতি বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজনে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের গান পরিবেশনা, গ্রাম-বাংলার বিয়ে অনুষ্ঠানে বর-কনে সাজে ছোট ছোট শিল্পীদের নৃত্য ও গান পরিবেশন, শিল্পীদের দেশাত্মবোধক গান আর মনমাতানো নৃত্য পরিবেশন ছিল দর্শকদের মনকাড়া আয়োজন। হলভর্তি দর্শকদের মুহুর্মুহু করতালি ও অভিনন্দনে হয়ে ওঠে এক আনন্দঘন পরিবেশ। মুখরিত হয়ে ওঠে শিল্পীরাও। মনোমুগ্ধকর এই আয়োজন নজর কাড়ে সবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর। এসময় তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে প্রবাসে নানা আয়োজন মাধ্যমে প্রতিবছর এমন আয়োজন আমরা করে থাকি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিমান বাংলাদেশ কর্মকর্তা, জনতা ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেনসহ দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ।
জেআই/
Discussion about this post