মালয়েশিয়ায় প্রতিনিয়ত চলছে অভিযান, এসব অভিযানে যাদের কাগজপত্র ঠিক নেই তাদের গ্রেফতার করছে দেশটিতে দায়িত্বরত পুলিশ। অবৈধদের গ্রেফতারের অংশ হিসেবে দেশটির জোহর রাজ্যে ২৬৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে।
শুক্রবার (২৬ এপ্রিল) জোহর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ অবৈধ অভিবাসীদের আটক করা হয়। এনিয়ে মালয়েশিয়াজুড়ে ধরপাকড় শুরু হওয়ায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি।
বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনার দায়ে তাদের আটক করে দেশটির জোহর অভিবাসন বিভাগ।
পুলিশ জানায়, প্রথম অভিযানে ৫৩০ জন বিদেশিকে তল্লাশি করা হয়। এর মধ্যে ২০৭ জনকে বিভিন্ন অভিযোগে আটক করা হয়।
দ্বিতীয় অভিযানে আটক করা হয় আরও ৫৮ জনকে। এছাড়া অবৈধ বিদেশিদের সুরক্ষা দেয়ার অভিযোগে এক স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশি ছাড়া চীন, মিয়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে।
এসব অভিবাসীরা দেশটিতে বৈধ পারমিট ছাড়া কাজ এবং বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানায় পুলিশ। আটক সবাইকে জোহর রাজ্যের সেতিয়া ট্রপিকা অভিবাসী বন্দিশিবিরে পাঠানো হয়েছে।
Discussion about this post