দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বন্যা কবলিত বাংলাদেশি নাগরিকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন।
শনিবার (২০ এপ্রিল) শারজায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা পরিদর্শন করে ৫০০ শতাধিক প্রবাসীদের মাঝে এ খাবার ও পানীয় দ্রব্য বিতরণ করা হয়।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসারও আহ্বান জানান৷
এসময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট লেডিস গ্রুপের সভাপতি আবিদা হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সভাপতি এম এ বাশার, লেবার কাউন্সিলার মো. আব্দুস সালাম, শারজাহ সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, মো. জাহাঙ্গির, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ, পারেভজ, রুপু প্রমুখ।
Discussion about this post