ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করে ইসরায়েলের তোপের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বৈঠককে কেন্দ্র করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এরদোয়ানকে আক্রমণের নিশানা করেছেন।
এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ইসরায়েল কাটজ লিখেছেন, এরদোয়ান আপনার লজ্জা হওয়া উচিত! পোস্টে তিনি হানিয়া-এরদোয়ানের বৈঠকের একটি ছবিও যুক্ত করেছেন।
এরআগে, শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান-হানিয়ার মধ্যে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়।
তুর্কি প্রেসিডেন্টের অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
জেআই/
Discussion about this post