মিরসরাই উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষামূলক সংগঠন ইউসাম’র উদ্যোগে ইউসাম ঈদ পুনর্মিলনী ও বর্ষবরণ অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ৪১ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ প্রাপ্ত মীরসরাইয়ের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া “ইউসাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি পরীক্ষা ২০২৩” এর পুরস্কার বিতরণ করা হয়।
ইউসাম’র সভাপতি মেজবাহুস সালেহীন রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল হাসান তুহিন ও সদস্য জোয়াইরা মেহজাবীন নিয়ন্তার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা ইসমাইল খান, মাহমুদ এন্ড সবুজ কোং এর পার্টনার কামরুল হাসান এফসিএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুল হোসেন, মীরসরাই উপজেলার সম্মানিত মেয়র গিয়াস উদ্দিন, টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জোরারগঞ্জ মহিলা কলেজের সভাপতি রাশেদা আক্তার মুন্নি প্রমূখ। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রিন্ট মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউসামের বিভিন্ন উপদেষ্টা, পৃষ্ঠপোষক, এলামনাই, পরিচালনা পর্ষদ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বর্ষবরণকে কেন্দ্র করে জাতীয় সংগীত, গান ও নাচের বিশেষ আয়োজনে মীরসরাইয়ের মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ প্রদান করেন এবং ‘লাকি কুপন’ এর ড্র অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Discussion about this post