ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৯ জন নিহতের ঘটনা ঘটেছে। দেশটির মধ্যাঞ্চলে ভূমিধস আঘাত হেনেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির।
স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান সুলাইমান মালিয়া জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের তানা তোরাজা এজেন্সিতে দুটি ভূমিধসের ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত দুজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিধসের ঘটনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ মাকালেতে চারজন এবং অন্য একটি গ্রামে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।
সুলাইমান মালিয়া বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সন্ধানে আমরা এখনো কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এখনো দুজন নিখোঁজ রয়েছে। তারা সম্ভবত ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
তিনি বলেন, তানা তোরাজা এবং এর আশেপাশের এলাকাগুলোতে বিরামহীনভাবে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে গত সপ্তাহে সেখানে টানা বৃষ্টিপাত হয়েছে।
জেআই/
Discussion about this post