মালয়েশিয়ার নেগরি সেম্বিলান রাজ্যে শ্রমিক হোস্টেলের পাঁচ ডাকাতের হামলায় তিন বাংলাদেশিসহ মোট চারজন শ্রমিক আহত হয়েছেন।
এ সময় ডাকাতরা শ্রমিকদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ রিঙ্গিত নিয়ে পালিয়ে যায়
রেমবাউ জেলা পুলিশের প্রধান ডিএসপি শেখ আবদুল কাদের এক বিবৃতিতে জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মুখোশ পরা ও অস্ত্রসহ পাঁচজন সন্দেহভাজন ডাকাত শ্রমিক হোস্টেলের দরজা ভেঙে ভুক্তভোগীদের মারধর শুরু করে। তাদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।
হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ডাকাত দলের হামলায় তিনজন বাংলাদেশির মাথায় আঘাত লেগেছে এবং বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে। এর মধ্যে একজনের ডান হাত ভেঙে গেছে এবং তাকে তুঙ্কু জাফর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রক্তাক্ত অবস্থায় এক বাংলাদেশিকে চিকিৎসার জন্য রেমবাউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে।
Discussion about this post