কুড়িগ্রামের ফুলবাড়ীতে নব বিবাহিত মাসুদ রানা (৩২) নামের এক দুবাই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৪ মার্চ) বাড়ির আঙিনার একটি আম গাছ তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদ রানা উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ধর্মপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আবুবক্কর সিদ্দিকের একমাত্র ছেলে।
জানা যায়, সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী মাসুদ একমাস আগে বিয়ে করার জন্য বাড়িতে আসেন। গত কয়েকদিন ধরে তার বাড়িতে বিয়ের আমেজ চলছিল। রোববার তার মা মনোয়ারা বেগম হঠাৎ অসুস্থ বোধ করলে মাসুদ চিকিৎসার জন্য তার মাকে কুড়িগ্রামে নিয়ে যান। নববিবাহিতা স্ত্রীও তাদের সাথে কুড়িগ্রাম বাপের বাড়ি যান। ডাক্তার দেখানোর পর মাকে ছোট বোনের বাড়িতে এবং স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে বাড়িতে ফেরেন মাসুদ। রাতে তিনি একাই বাড়িতে ছিলেন। সোমবার সকালে বাড়ির কাজের লোকজন এসে মাসুদকে ডাকাডাকি করলে সাড়া না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঠানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
ফুলবাড়ী থানার ওসি তদন্ত নাজমুস সাকিব সজীব জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে লাশ পোস্টমর্টেমের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।
জেআই/
Discussion about this post