মালয়েশিয়ার অতিরিক্ত মূল্যে এয়ার টিকেট দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে সতর্কতা জারি করে বিজ্ঞপ্তি দিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশটির বিভিন্ন ট্রাভেল এজেন্সি কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে অতিরিক্ত মূল্যে এয়ার টিকেট প্রদান করার বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে এসেছে।
যেখানে কোনো ব্যক্তি বা এজেন্ট ডিটেনশন ক্যাম্পে গিয়ে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে প্রত্যাবাসনকামী বাংলাদেশিদের কাছে নিজেকে উপস্থাপন করেন এবং টিকেট বিক্রির ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দেন। যা সম্পূর্ণ বেআইনি এবং এর সঙ্গে হাইকমিশনের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সব প্রবাসীকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।
মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে ট্রাভেল এজেন্সি অথবা অন্য কোনো পরিচয় দিয়ে প্রতারণা করা বা অতিরিক্ত মূল্যে টিকেট প্রদান করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের প্রস্তাব নিয়ে কেউ হাজির হলে তাকে মালয়েশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে হাইকমিশন।
নগদ টাকা লেনদেন না করে এয়ার টিকিট নিজস্ব ব্যবস্থাপনায় ক্রয় করে সরাসরি ডিটেনশন ক্যাম্পে অথবা বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মচারীর কাছে সরবরাহ করার জন্য ডিটেনশন ক্যাম্পে আটক প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া প্রতারণার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা বাংলাদেশ হাইকমিশনের ই-মেইলে mailto:counselorkl@probashi.gov.bd জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
জেআই/
Discussion about this post