মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে (হারামাইন শরিফ) তালবিয়া (হজ ও ওমরাহর বিশেষ দোয়া- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…,) ছাড়া অন্য কোনো স্লোগান দেয়া যাবে না।
হারামাইন শরিফের পরিচালনা পর্ষদের প্রধান এবং ইমাম শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস জানিয়েছেন, পবিত্র দুই মসজিদের পবিত্রতার বিষয়টি বেশ স্পর্ষকাতর। এজন্য এই নিষেধাজ্ঞা।
সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে বক্তৃতাকালে শায়খ আল সুদাইস বলেন, হারাম শরিফে শান্তি ও নিরাপত্তার বিষয়টি ইসলামের সাথে বেশ গভীরভাবে সম্পৃক্ত। কারণ, উভয়টিই নিরাপদ স্থান।
তিনি বলেন, এজন্য হারামাইন শরিফে সমাগত হাজিদের কর্তব্য নিষেধাজ্ঞার বিষয়টির প্রতি খেয়াল রাখা। কেননা, পবিত্র দুই মসজিদের পবিত্রতার বিষয়টি বেশ স্পর্ষকাতর, যা উপেক্ষা করা যায় না।
তিনি আরো বলেন, হারামাইন শরিফ ইবাদতের স্থান। এটি স্লোগান ও শোরগোল করার জায়গা নয়। এখানে ইবাদত ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না।
সূত্র : ডেইলি জংগ
Discussion about this post