মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশী বাবলু (৩০) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। ওমানের সালালাহ এলাকায় একটি কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন তিনি।
ওমানের সালালায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবে গত রাত ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। আট বছর আগে পরিবারের অভাব মেটাতে ওমান পাড়ি জমান তিনি।
নিহত মো. বাবলু ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের উত্তর চর চান্দিয়া গ্রামের মো. সেলিমের ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে বাবলু সবার বড় ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আট বছর আগে মো. বাবলু ওমানে যাওয়ার পর থেকে তাঁর টাকায় চলতেন পরিবারের লোকজন। তাঁর আয়ের টাকা দিয়ে দুই বোনকে বিয়ে দিয়েছেন। এরই মধ্যে আট মাস আগে বাবলু ওমান থেকে টাকা পাঠিয়ে ছোট ভাই মো. শিবলুকে সৌদি আরবে পাঠিয়েছেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে বাক্রুদ্ধ তাঁর মা-বাবা।
বাবলুর বাবা মো. সেলিম বলেন, বৃহস্পতিবার রাতে তাঁর ছেলে বাসা থেকে প্রাইভেট কারে করে সালালাহ এলাকায় কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। ওই সময় ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। পথে অপর একটি গাড়ির ধাক্কায় তাঁর ছেলে মারা যান। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন।
জেআই/
Discussion about this post