দেশে শুরু হওয়া এসএসসি পরিক্ষায় এবার সংযুক্ত আরব আমিরাতের ২টি বাংলাদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭১জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছেন।
এতে আমিরাতের রাজধানী আবুধাবিস্থ শেখ খলিফা বিন জায়েদ ইসলামিয়া বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে ৩৭জন এবং বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের তত্ত্বাবধানে রাস আল খাইমাস্হ বাংলাদেশ স্কুলের ৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রথম দিনের পরীক্ষায় কেন্দ্র নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন- দূতাবাসের কাউন্সিলর সাইফুল ইসলাম এবং হল সুপারের দায়িত্বে ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতার। হল পরিদর্শকের দায়িত্বে ছিলেন স্কুল শিক্ষক আবদুল গনি ছিদ্দিকী ও জাকির হোসেন।
অংশগ্রহণরা পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষা প্রশ্নপত্র সহজ হয়েছে তারা ভাল ফলাফলে আশাবাদী। স্কুল শিক্ষক ও অভিভাবকগণ আবুধাবীর একমাত্র স্কুলে লেখাপড়ার মান যেন বজায় রেখে ভবিষ্যতেও লেখাপড়া ও স্কুলটি যেন চলমান থাকে সে কামনাই তারা করেন।
জেআই/
Discussion about this post