প্রবাসীদের সমস্যার কথা আমার জানা আছে। বর্তমান সরকার প্রবাসীবান্ধব। প্রবাসীদের সব দাবি পূরণ করা হবে। ইতোমধ্যে মিশনগুলোতে সেবার মান বাড়াতে বলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তিনি আরও বলেন, প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির মাধ্যমে আমিরাতের শ্রমবাজার ধরে রাখতে হবে। পাশাপাশি প্রবাসীদের সততা দিয়ে দেশের সুনাম অর্জন করতে হবে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রবাসীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় রাষ্ট্রদূত আবু জাফর বলেন, আমিরাতে দক্ষ জনশক্তির জন্য ভিসা উন্মুক্ত আছে। এজেন্সির জাল সনদের কারণে মাঝেমধ্যে ভিসা জটিলতা দেখালেও আমিরাত সরকার আমাদের দেশের ভিসা বন্ধ করেনি। যোগ্যতাসম্পন্ন কর্মীদের ভিসা হচ্ছে রীতিমত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসাইন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসাইন বাবুল, অধ্যাপক হাবিবুল হক খন্দকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দূতাবাস মিনিস্টার আব্দুল আউয়াল, মিশনের ডেপুটি চিফ মুহাম্মদ মিজানুর রহমান, আবুধাবি জনতা ব্যাংকের ম্যানেজার রেজাউল করিম, প্রথম সচিব (পাসপোর্ট) মুহাম্মদ সাইফুল ইসলাম, বিমানের কান্ট্রি ম্যানেজার আব্দুল্লাহ আল হোছান, কাউন্সেলর (লেবার) হাজারা সাব্বির হোছাইন, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, সরোয়ার আজম, মুহাম্মদ উমর ফারুক, আশিষ বড়ুয়া।
জেআই/
Discussion about this post