হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আনা অবৈধ উপায়ে প্রায় ৩.৫ কেজি যা ৩ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যমানের স্বর্ণচালানসহ এম মাসুদ ইমাম নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দুবাই থেকে ঢাকায় আসারএমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নং- ইকে ৫৮৪ যোগে এক যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারেন এমন তথ্যে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করে। এয়ারলাইন্সের বিমানটি ১০ নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হবার সাথে সাথে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে উক্ত ফ্লাইটের ২৬ক সিটের যাত্রী এম মাসুদ ইমাম এর পরিচয় নিশ্চিত করা হয়। তার দেহ তল্লাশি করে একটি চামড়া সদৃশ মানিব্যাগের অভ্যন্তরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। এরপর আরও দুটি একই আকৃতির ও সদৃশ মানিব্যাগ উদ্ধার করা হয়, যার ভেতর একাধিক স্বর্ণবার আছে মর্মে সন্দেহ হয়। জব্দকৃত স্বর্ণ (যাত্রীসহ) গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। গণনা করে দু্টি মানিব্যাগ হতে ২৮টি স্বর্ণবার এবং একটি মানিব্যাগ হতে ১টি বড় আকারের স্বর্ণের কয়েন/গোল্ড মেডেল পাওয়া যায়।
জেআই/
Discussion about this post