পাবনার চাটমোহরে মা লাবণী খাতুন (৩৫) এবং তার শিশুছেলে রিয়াদ হোসেন (৮) নামের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত লাবণী উপজেলার দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী এবং তারি সন্তান বিয়াদ রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, বাড়িতে লাবণী, তার শিশুছেলে ও শাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা-পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। লাবণীর মরদেহ রান্নাঘরে পড়ে ছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছে ঝুলছিল।’
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post