যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন ডলার জরিমানা করেছেন মার্কিন একটি আদালত। সাবেক সাংবাদিক ও কলাম লেখক ই. জিন ক্যারলকে ধর্ষণ ও মানহানি করার অভিযোগে এই জরিমানার অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাম্পকে আদেশ দিয়েছেন ৯ সদস্যের একটি জুরি বোর্ড। খবর আলজাজিরা বরাত কালবেলা অনলাইন
শুক্রবার (২৬ জানুয়ারি) মামলার শুনানি শেষে নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালত ট্রাম্পের বিরুদ্ধে এ রায় দিয়েছেন। আদলাতের ৯ জনের জুরি বোর্ডে সাত জন পুরুষ ও দুজন নারী বিচারক ছিলেন।
আদালত রায়ে বলেছেন, ভুক্তভোগী জেন ক্যারলকে শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৬৫ মিলিয়ন ডলার, সুনাম ক্ষুন্ন হওয়ায় ১১ মিলিয়ন ডলার এবং মানসিক ক্ষতিসাধনের জন্য ৭ দশমিক ৩ মিলিয়ন ডলার দিতে হবে ট্রাম্পকে।
তবে আদালতের এই রায়তে ‘পুরোপুরি হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমাদের আইনি ব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। একে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি আমেরিকায় হতে পারে না।
জেআই/
Discussion about this post