মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাসস্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন। এ মিছিলের কয়েকটি ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সেখানে যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন অংশ নেওয়ার বিষয়টি জানাজানি হয়।স্থানীয়ররা জানায়, মিছিলে নেতৃত্ব দেন পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হাকিম। অভিযোগ রয়েছে, মিছিলে লোক বাড়াতে তিনি স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে অংশ নিতে বলেন। মিছিলে যুবলীগের এরশাদ এবং ছাত্রলীগের নাজিব, সায়মন ও দেলোয়ার নামে কয়েকজন অংশ নেন। বিষয়টি জানাজানি হলে যুবদলের ভেতরে ক্ষোভ দেখা দেয়।চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে স্থানীয়ভাবে এই কর্মসূচি নেওয়া শৃঙ্খলাভঙ্গের শামিল। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
অভিযোগের বিষয়ে নুরুল হাকিম বলেন, আমরা আওয়ামী লীগের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিল করেছি। যারা অংশ নিয়েছেন, তারা আওয়ামী লীগের দমননীতির বিরুদ্ধে ছিলেন, দলীয় পরিচয়ে নয়।



























