মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিয়ন এবং ক্যামেরনের মোট ৫৬১জনকে আটক করেছে অভিবাসন বিভাগ। এরমধ্যে ২০৫জন বাংলাদেশী নাগরিক।
শুক্রবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে বেরানাংয়ের তাসিক কেসুমা শহরে বাইদুরি অ্যাপার্টমেন্ট থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এ অভিযানে পুত্রজায়া, কুয়ালালামপুর, সেলাঙ্গড়, নেগারি সিম্বিলান, মালাকা ও পেরাকের পাঁচ শতাধিক অভিবাসন বিভাগের সদস্য অংশ নেয়। ছাড়াও এসময় উপস্থিত ছিলেন রয়্যাল পুলিশ, জেপিএন ও প্রতিরক্ষা বিভাগের সদস্যরা।
অভিবাসন বিভাগের ডিজি দাতুক রুসলিন জুসো বলেন, এখানকার অ্যাপার্টমেন্ট গুলোর ৮০ শতাংশই বিদেশি কর্মীদের দখলে, যা স্থানীয়দের জন্য উদ্বেগজনক। বিদেশিরা এখানে ৬০০ থেকে ৮০০ রিঙ্গিতের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ৮ থেকে ১০ জন থাকছেন। স্থানীয়রা এই এলাকাকে ‘মিনি ঢাকা’ আখ্যা দিয়েছেন। মূলত স্থানীয়দের অভিযোগেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আটকদের বিষয়ে তারা জানান, ৭৫২ জন বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৫৬১ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৮৭ জন নারীও রয়েছে।
আটককৃতদের প্রাথমিকভাবে সিমিনি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, সেখানে চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে অভিবাসন বিভাগ।
জেআই/
Discussion about this post