ইসলাম শান্তির ধর্ম। কেউ যদি অন্যধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলামে প্রবেশ করতে চায়, তবে তাকে স্বাদরে সম্ভাষণ জানাতে হয়।লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামের সুশীতল চায়ায় আবদ্ধ হয়ে শ্রীকান্ত দাস নামের এক যুবক নাম রাখলেন মো. সাকিব হাসান। বাংলাদেশের আইন অনুযায়ী কোর্ট এভিডেভিডের মাধ্যমে শেষ করেছেন আইনি প্রক্রিয়া।
ইসলামি আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় স্থানীয় আলমের কাছে কালিমা পাঠ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মো. সাকিব হাসানের (শ্রীকান্ত দাস) বাবা অর্জন দাস এবং মা প্রার্থনা দাস।
এফিডেভিট সূত্রে জানা যায়, সাকিব হাসানের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার আউরারখিল গ্রামে (জেলে বাড়ি)।
জানা যায়, নও মুসলিম মো. সাকিব হাসান গত ১৫ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট নোটারি পাবলিকের মাধ্যমে ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এ বিষয়ে নব মুসলিম মো. সাকিব হাসান বলেন, ‘লক্ষ্মীপুর কমলনগরে মতির হাট বাজারে দীর্ঘদিন যাবৎ সেলুন দোকানের ব্যবসা করে আসছি। এখানে মুসলিম পরিবারের সদস্যের সাথে চলাফেরা করতে করতে ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিল। তাই নিজ পরিবারকে জানিয়ে নিজের ইচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি।’
তিনি আরও বলেন, কারো প্রতারণা বা হুমকির লোভে পড়ে নয়। নিজ ইচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
তিনি এসময় বিশ্ব মুসলিমের কাছে দোয়া ও সহযোগিতা চান, যেন ইসলাম ধর্মের সকল আকিদা সঠিক মতো পালন করতে পারেন।
জেআই/নয়া শতাব্দী অনলাইন/
Discussion about this post