ফেনীতে চাঁদার দাবিতে মোহাম্মদ আলী (৪৬) নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গুরুতর আহত প্রবাসী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আহত মোহাম্মদ আলী দীর্ঘ ২৬ বছর ধরে কাতারে অবস্থান করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন।আহত প্রবাসী ও পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুর গ্রামের হোসেন আহমদের ছেলে মোহাম্মদ আলী দীর্ঘ ২৬ বছর ধরে কাতারে অবস্থান করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছেন। ইতিপূর্বে ২০২৩ সালের ডিসেম্বরে তিনি দেশে এসে কিছুদিন থেকে পুনরায় প্রবাসে চলে যান। পরে দেশে এসে বসতঘর ও পার্শ্ববর্তী একটি এতিমখানা নির্মাণের কাজ শুরু করেন। বিগত আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর স্থানীয় বিএনপি’র সন্ত্রাসীরা প্রতিনিয়ত তার কাছে চাঁদা দাবি করে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিতে থাকে। এই ঘটনায় প্রবাসী মোহাম্মদ আলী স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়ি, ফেনী মডেল থানা ও আদালতে একাধিকবার লিখিত অভিযোগ করেন। মাঝে কিছুদিন তিনি দেশের বাইরে থাকায় আদালতে দায়ের করা অভিযোগটি তদন্ত করে খারিজ করে দেন। পরবর্তী চাঁদার দাবিতে ফের হুমকি দিতে থাকে স্থানীয় সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে পাঁচ-ছয় জন সন্ত্রাসী মোহাম্মদ আলীর বাড়িতে যেয়ে হুমকি-ধমকি দেয়। এ বিষয়ে তিনি দুপুরে স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিতে গেলে দুর্বৃত্তরা পুলিশ ফাঁড়ির অদূরে স্থানীয় বিএনপি’র কার্যালয়ের সামনে তার বহনকৃত অটোরিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার চাবি কেড়ে নিয়ে হামলাকারীরা মোহাম্মদ আলীর পকেটে থাকা ব্যাংক থেকে তোলা নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে স্থানীয় আবু তাহেরের ছেলে সোহেল, সোহেলের শ্বশুর, সবুজ, ভোলা মিয়া, শুকুর, আবু তাহের, কাউসারসহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে টেনে-হেঁচড়ে গাড়ি থেকে নামিয়ে স্থানীয় বিএনপি’র কার্যালয়ের সামনে নিয়ে বেধড়ক মারধর করে। পরে তাকে চাপাতি দিয়ে কোপ দিলে তার বাম কান ও বাম হাতের আঙ্গুল গুরুতর জখম হয়। এক পর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে পুলিশ ফাঁড়িতে অবস্থান নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার বিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।এ ব্যাপারে ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান টিপুর দোসর ছিলেন মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী ও তার চাচাতো ভাইদের ঘর নির্মাণে বিরোধ নিয়ে থানায় অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের ভাইদের বিরোধের জেরে পাল্টাপাল্টি ধাওয়ায় পড়ে যেয়ে তিনি আহত হয়েছেন বলে আমি শুনেছি। এসব ঘটনায় বিএনপি বা অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নেই।
স্থানীয় বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাসী আহত অবস্থায় পুলিশ ফাঁড়িতে এলে আমাদের গাড়ি করে তাকে হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনদেরকে খবর দিলে তারা এসে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম নিয়ে যায়। যতটুকু খবর পেয়েছি তার সঙ্গে স্থানীয় হামলাকারীদের অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ রয়েছে। হামলার ঘটনায় তিনি ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগ করেছেন। নির্যাতিত প্রবাসী থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় ছিনতাই হওয়া তার মোবাইল ফোন ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
Discussion about this post