জামালপুর জেলার জামালপুর-ময়মনসিংহ সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ভারুয়াখালি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নান্দিনা থেকে ছেড়ে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
অটোরিকশাটি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে যাচ্ছিল বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নূর মোহাম্মদ।
জেআই/
Discussion about this post