মালয়েশিয়ায় বাংলাদেশী প্রবাসী ১৮ গুণী জনকে সংবর্ধনা দিয়েছে হাইকমিশনার। প্রবাসী দিবস উপলক্ষে নানা খাতে কৃতিত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ সম্মাননা দেয়া হয়।
গত শনিবার (৩০ ডিসেম্বর) মালেশিয়ার কুয়ালালামপুরের জি টাওয়ারে প্রবাসী দিবসের দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
যাদের সম্মাননা দেয়া হয়:
মালয়েশিয়ার কেলান্তান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. লাইলা নাহার, সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইদুর রহমান, পেরদানা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. নাজমুল হাসান মাজিজ, ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির শিক্ষার্থী মিশায়ার রায়হান চৌধুরী, মালয়েশিয়ার হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সেলিম ইশফাক আলী, ইউ কে এম ইউনিভার্সিটির প্রফেসর মো. তরিকুল ইসলাম, সানওয়ে ইউনিভার্সিটির প্রফেসর এম এ হান্নান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এ কে আহসানুল হক এবং শিক্ষার্থী মো.ফাইজাল।
এ ছাড়া পেশাদার ক্যাটাগরিতে শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী আব্দুস সালাম, মো. জাহিদুল ইসলাম ও ড. সাইদুর রহমান, ব্যবসায়িক ক্যাটাগরিতে শীর্ষ রেমিটেন্স প্রেরণকারী মো. ওয়াহিদুর রহমান, মো. বোরহানউদ্দিন ও মো. জাকির হোসেন প্রধান এবং সাধারণ কর্মী ক্যাটাগরিতে মো. রাজ, মো. রাশেদুল এবং মাহাবুব আজমকে সম্মানা দেওয়া হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের প্রতিনিধি, বাংলাদেশ কমিউনিটির সংগঠক, শ্রমিক, পেশাজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পড়ে শোনানো হয় এবং বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়।
জেআই/
Discussion about this post