মালয়েশিয়ায় ভালো আয়-রোজগারের আশায় মোটা অঙ্কের টাকা ব্যয়ে সম্প্রতি মালয়েশিয়ায় আসেন কয়েকশ বাংলাদেশি কর্মী। তবে কাজ না পেয়ে দালালের খপ্পরে পড়া অসহায় ১৭১ জন বাংলাদেশি কর্মী অভিযোগ করতে গেলে তাদেরকেই আটক করে পুলিশ।
জানাগেছে, রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরআগে, দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় আসা এসব শ্রমিকরা কাজ পাওয়ার দাবিতে সম্প্রতি জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যান।
এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
জেআই/
Discussion about this post