সেলিব্রেটিবিডি
সংসার জীবনের ২৪ বছরে পা দিলো জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি ও অভিনেতা ওমর সানির। বৃহস্পতিবার এ দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসেন ফ্লিমপাড়ার নামী-দামী তারকারা।
মৌসুমী-ওমরসানী দম্পতিকে শুভেচ্ছা জানাতে আসের এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা অরুনা বিশ্বাস, শাবনুর, পপি, অধরা, হেলেনা, তাহমিনা ইসরাত মৌসুমী, জার্জ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, পরিচালক উত্তম আকাশ, শাহীন সুমন, অভিনেতা আমিন খান, অমিত হাসান, নাদের চৌধুরী, ড্যানি রাজসহ ফ্লিম পাড়ার অসংখ্য গুনি অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশরীরা।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ২ আগষ্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানী। চলতি বছর তাদের সংসার জীবন ২৪ বছরে পা দিয়েছে।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post