দীর্ঘ সাত বছর পর মঙ্গলবার (৬ জুন) সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারো দূতাবাস খুললো ইরান।
টিভি ফুটেজে দেখা যায়, রিয়াদে ইরানি দূতাবাস ভবনের বাইরে ইরানি পতাকা উড়ছে সেই সাথে বাড়ছে ইরানি জাতীয় সঙ্গীত।
চীনের উদ্যোগে গত মার্চে একটি চুক্তিতে উপনীত হয় সৌদি আরব ও ইরান। সিদ্ধান্ত হয় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের। তারই ধারাবাহিকতায় রিয়াদে দূতাবাস খুললো ইরান।
২০১৬ সালে তেহরানে সৌদি দূতাবাস ও মাশহাদে সৌদি কনস্যুলেটে সৌদি রাজতন্ত্রবিরোধীদের হামলার পর ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম গত মাসে জানিয়েছিল যে প্রখ্যাত কূটনীতিক আলিরেজা এনায়েতিকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছে।
সূত্র : আল আরাবিয়া
Discussion about this post