এখন থেকে একটি নম্বর ব্যবহার করে একসাথে চারটি মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ। তিনি তার সমাজমাধ্যমে এই ঘোষণা করেন। জাকারবার্গ লিখেছেন, ‘এখন থেকে চারটি ফোনে একইসাথে একটি হোয়াটস্অ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করা যাবে।’
হোয়াটসঅ্যাপ সূত্রে খবর, এই পরিষেবাটি আগামী সপ্তাহের মধ্যে সমস্ত ব্যবহারকারীর জন্য চালু হবে। এখন পর্যন্ত, ব্যবহারকারীরা শুধুমাত্র একটি ফোন এবং একাধিক ডেস্কটপ ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন।
নতুন এই পরিষেবার মাধ্যমে, ব্যবহারকারী তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের তথ্য মূল ফোন ছাড়াও অন্য ফোনগুলোতেও একইসাথে দেখেতে পারবেন। তাই একটি ডিভাইস বন্ধ থাকলেও তারা অন্য ডিভাইসে হোয়াট্সঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Discussion about this post